আল্লামা সাঈদীর কবর জিয়ারত করতে গিয়ে দুর্ঘটনা, নিহত ৩

আল্লামা সাঈদীর কবর জিয়ারত করতে গিয়ে দুর্ঘটনা, নিহত ৩

 

রাজশাহীর খড়খড়ি বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাস দু’টিতে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের রাণীহাট ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী। দলটির প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন তারা। বিশ্ববিদ্যালয়ের সামনে আসলেই একটি ডাম্পট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অন্য বাসটি ঢুকে যায় রাস্তার পাশের একটি দোকানে।

এই সংঘর্ষে নাসিম ও জুয়েল নামে জামায়াতের ২ কর্মী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান মিজানুর নামের আরও একজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

No comments

Powered by Blogger.