পিরোজপুর জেলার নেছারাবাদে সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ_
পিরোজপুর জেলার নেছারাবাদে সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ__
পিরোজপুর জেলার নেছারাবাদে সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের দিনের অংশ হিসেবে মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ইন্দুরহাট-মিয়ারহাট বন্দর। পাড়া-মহল্লায় বিক্ষোভ ও খণ্ড খণ্ড মিছিলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘উই আর প্যালেস্টাইন’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় মানবতাবিরোধী ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীদের বিচারের দাবি জানানো হয়।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে নেছারাবাদের ইন্দুরহাট বন্দর সংলগ্ন সরকারি স্বরূপকাঠি কলেজের গেটের সামনে এই বিক্ষোভ শুরু হয়। ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে অংশগ্রহণ করে এই বিক্ষোভ মিছিলে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে সেখান থেকে মিছিল বের করে বন্দরের মূল সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে এই মিছিলে যোগ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ স্লোগান দিতে থাকেন।
এ সময় বিক্ষোভকারীরা ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা বলেন, বছরের পর বছর ধরে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ মানবতাবিরোধী অপরাধের অন্যতম সমর্থনকারী যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নীরবতায় গণহত্যায় উৎসাহী হয়েছে ইসরায়েল দাবি তাদের। এছাড়া আরব শাসক ও মুসলিম দেশের নেতারা চুপ থাকায় ফিলিস্তিনি শিশু ও নারী-পুরুষদের হত্যা করে কেয়ামত চাপিয়ে দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পণ্য বয়কটেরও ডাক দেন তারা।
এদিকে উপজেলা ব্যাপী ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি স্বরূপকাঠি কলেজের ছাত্র-ছাত্রীরা, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষার্থীরা, বাংলাদেশ জামাতে ইসলাম নেছারাবাদ উপজেলা শাখা নেতৃবৃন্দ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
No comments