পিরোজপুরে বন্যা দুর্গতদের পাশে বিএনপি: ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান

পিরোজপুরে বন্যা দুর্গতদের পাশে বিএনপি: ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান


পিরোজপুরে পানিবন্দীদের পাশে জেলা বিএনপি: ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

২৭ জুলাই ২০২৫, রবিবার, ৭:২০

সম্প্রতি অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন অসহায় মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় বালিপাড়া ও চন্ডিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তার নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল এই মানবিক কার্যক্রমে অংশ নেয়।

ত্রাণ বিতরণকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে জিয়ানগরের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিএনপির পক্ষ থেকে তাদের সহায়তায় আমরা ত্রাণ ও নগদ অর্থ নিয়ে এসেছি।"

এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল ফকির, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল, সদস্য সচিব মোঃ জলিল হোসেন, সদর ইউনিয়নের মোহাম্মদ হাফিজুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আকনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি নেতারা জানিয়েছেন, এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

No comments

Powered by Blogger.