বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ Bangladesh Brahman Sangsad

 

অশোক মূখার্জ্জী
অশোক মূখার্জ্জী

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ Bangladesh Brahman Sangsad

শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট, ২য় তলা, ১২. কে. এম. দাস লেন, ওয়ারী, ঢাকা-১২০৩ Sri Sri Bholanandagin Ashram Trust to Floor. 12. K. M. Das Lane, Wani, Dhaka-1203 Contact Number: +8801716812919, +8801912788156, +8801971432150 E-mail: bdbrahmansangsad@gmail.com, info@bdbrs.org. www.bdbrs.org

 

বরাবর,

শ্রী অশোক মুখার্জী

পিতা-স্বর্গীয় বীরেন্দ্রনাথ ঠিকানা-পিরোজপুর

মোবাইল : 01719502931

মহোদয়,

আমাদের আন্তরিক শুভেচ্ছা নিবেন। আপনি দীর্ঘদিন যাবত এদেশের ব্রাহ্মণ সমাজ তথা সনাতনী হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছেন জেনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা প্রত্যাশা করি, সকল ব্রাহ্মণ কুলতিলকগণের প্রাণের সংগঠন 'বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ' এর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আপনার সাংগঠনিক অভিজ্ঞতা কর্মদক্ষতা অগ্রনী ভূমিকা পালন করবে। আমাদের বহু আকাঙ্খিত স্বপ্ন 'বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ' সকল ব্রাহ্মণ তথা সনাতনী হিন্দু সম্প্রদায়ের হৃদয়ে সু-প্রতিষ্ঠিত হোক।

বিগত ১০/০২/২০২৩ খ্রি. তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩' উপস্থিত নেতৃবৃন্দগণের কন্ঠভোটে আপনাকে ফেব্রুয়ারী/২০২৩ থেকে জানুয়ারী/২০২৬ পর্যন্ত মেয়াদে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, কেন্দ্রীয় কমিটি' সম্মানিত ...কার্যনির্বাহী সদস্য ... পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।

আপনাকে আন্তরিক অভিনন্দন।

এতদ্বারা, আপনাকে বর্ণিত পদে নির্বাচিতকরণের বিষয়টি অবহিতকরণসহ সংগঠনের গঠণতন্ত্র মোতাবেক সার্বিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।


বীর মুক্তিযোদ্ধা লে. কর্ণেল শ্রী নিরঞ্জন ভট্টাচার্য (অব:)

সভাপতি

(বিশ্ব শিরোমনি শ্রী বিজয় কৃষ্ণ ভট্টাচাৰ্য )

মহাসচিব বিজয়' কৃষ্ণ ভট্টাচাৰ্য্য মহাসচিব বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটি





2 comments:

Powered by Blogger.