সেনাবাহিনীর ভুয়া মেজর আটক, চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে মঠবাড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামে ওই যুবকের শ্বশুরবাড়ি থেকে তাঁকে আটক করে। সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে দুইবার বিয়ে করেছেন এবং বেশ কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রতারণার শিকার এক গৃহবধূ হাসি রানী দাস মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আটক সোহেল সেনাবাহিনী বা ডিজিএফআইয়ের কোনো সদস্য নন।

No comments

Powered by Blogger.