ঢাকায় গণঅধিকার পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে নুরুল হক নুর আহত

ঢাকায় গণঅধিকার পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে নুরুল হক নুর আহত


রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার রাতে গণঅধিকার পরিষদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সংঘর্ষ চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং সড়কে আগুন জ্বালিয়ে দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের অবস্থা গুরুতর এবং তাকে চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

No comments

Powered by Blogger.