পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূমের বদলি আদেশ প্রত্যাহার এবং তাকে পুনরায় কর্মস্থলে বহালের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূমের বদলি আদেশ প্রত্যাহার এবং তাকে পুনরায় কর্মস্থলে বহালের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।


শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় মঠবাড়িয়া পৌরসভা চত্বর এবং ঢাকা-পাথরঘাটা সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সাপলেজা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রাশেদ আহমেদ বলেন, ‘মঠবাড়িয়া একটি অভাগা উপজেলা। এখানে ভালো অফিসাররা বেশিদিন থাকেন না। ইউএনও স্যার দুর্নীতিবিরোধী কার্যক্রম শুরু করেছেন। তার মতো একজন সৎ কর্মকর্তাকে অন্তত আরও দুই বছর এখানে রাখা প্রয়োজন। না হলে আমরা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

উপজেলার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য আবদুল কাইয়ূম স্যারের মতো জনবান্ধব কর্মকর্তা অত্যন্ত জরুরি। তার সততা, দায়িত্বশীলতা ও বিচক্ষণতার মাধ্যমে মঠবাড়িয়াকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।’
জানা গেছে, গত ১০ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মঠবাড়িয়া ইউএনও আবদুল কাইয়ূমকে গলাচিপা উপজেলায় বদলি করা হয়। এরপর থেকেই তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে একাধিক কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।
মানববন্ধনে পৌর বিএনপি, যুবদল, বাংলাদেশ জামায়াতে ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

No comments

Powered by Blogger.