প্রবাসীর ২৪ বছরের কষ্টের উপার্জিত সম্পদ এখন চাঁদাবাজ ও ভূমিধসুদের দখলে।

 প্রবাসীর ২৪ বছরের কষ্টের উপার্জিত সম্পদ এখন চাঁদাবাজ ও ভূমিধসুদের দখলে।



ঘটনার তারিখ: ২০/৩/২৫ আনুমানিক সকাল ১০ঃ০০ ঘটিকার সময় লুট হয়েছে।


প্রবাসী মোঃ মোস্তফা আলী শেখ, পিতা মৃত ইনসান উদ্দিন শেখ,

গ্রাম রঘুনাথপুর হাই স্কুলের পাশে, ৭ নং শেখমাটিয়া ইউনিয়ন, নাজিরপুর, পিরোজপুর।


প্রবাসী মোঃ মোস্তফা আলী শেখ এর বক্তব্য-

প্রবাসীদের আত্মনাথ, প্রবাসীরা সাবধান সাবধান সাবধান !

প্রবাসীরা কি রাষ্ট্রের সম্পদ?

নাকি এদেশের গুন্ডা সন্ত্রাসীরা দেশের সম্পদ?

আমি মাওলানা মুস্তফা আলী, আমার ২৪ বছরের প্রবাসের কষ্টের অর্জিত সম্পদ এখন লুটেরাদের দখলে।

আমার পৈতৃক সম্পত্তির উপরে নির্মিত ব্যবসা প্রতিষ্ঠান ও মাদ্রাসা চাঁদাবাজ ও ভূমি দস্যুরা গত ২০শে মার্চ বেলা ১০ ঘটিকায় লুট করে নিয়েছে।

লুটের পূর্বে আমি, সরকার প্রবাসীদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই পথ ধরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গত ২০শে ফেব্রুয়ারি সরাসরি উপস্থিত হয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিযোগ দায়ের করেছিলাম এবং পরবর্তীতে থানায়ও ২ বার অভিযোগ করেছি। ওনাদের আন্তরিকতার অভাব দেখে আমি নাজিরপুর থানার উপজেলা চেয়ারম্যান ও বিএনপি'র আহবায়ক নজরুল ইসলাম খান সাহেবের শরণাপন্ন হই। উনি সন্ত্রাসীদের ডেকে সুষ্ঠু ফয়সালা করে দিয়ে ওসি স্যারের মাধ্যমে তদন্ত কারী দারোগাকে পাঠিয়ে দিতে বলেন এবং আমার দোকানপাট ও লুটের মালামাল বুঝিয়ে দিতে বলেন।

দারোগা সকালে যাবার কথা বলে উনি বেলা ৫ টার দিকে রাস্তার মাঝখানে গিয়ে শুধু চাবিটা আমার এক আত্মীয় হাতে দিয়ে ওই সন্ত্রাসীদের কে দোকান বুঝিয়ে দিতে বলে আসে। দারোগা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই লুকোচুরির মাঝখানে আমার এবং আমার পরিবারের জীবন  নিয়ে হুমকির সম্মুখীন হয়ে আছি। এমতাবস্থায় আমি আমার সকল প্রবাসীও শুভাকাঙ্ক্ষী দের দৃষ্টি আকর্ষণ করছি ।

আমরা প্রবাসীরা দেশের সম্পদ নাকি গুন্ডা লুটেরা দেশের সম্পদ। আমরা প্রবাসীরা জানতে চাই....

আমার মোবাইল whatsap নাম্বার ০১৩০৪০৪৩২৩৬



No comments

Powered by Blogger.