পিরোজপুর ইন্দুরহাট সড়কের কাজ বন্ধ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট ও জিলবাড়ির মধ্যে ২ কিলোমিটার সড়কের সংস্কার কাজ এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৪0 শতাংশ কাজ শেষ করার পর কাজ বন্ধ করে দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন প্রকল্পের তহবিল থেকে ২ হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুদক এ বিষয়ে ৮টি মামলা দায়ের করেছে।
No comments