প্রবাসীর স্ত্রীর পরকীয়া: নলছিটিতে তোলপাড়, ইমামের হাত ধরে উধাও গৃহবধূ

 নলছিটি, ঝালকাঠি: নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামে প্রবাস থেকে ফেরা স্বামী গোলাম রাব্বি মোল্লার স্ত্রীর পরকীয়া ও উধাও হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাসরিন আক্তার নামের ওই গৃহবধূ এক সন্তানের জননী। তিনি ভূট্টো বাজার এলাকার আব্দুল ছালামের মেয়ে। অভিযোগ উঠেছে, তিনি দপদপিয়া ইউনিয়নের চরকয়া গ্রামের মসজিদের ইমাম জাহিদুল ইসলামের (এমদাদুল বিশ্বাসের ছেলে) হাত ধরে পালিয়েছেন।


জানা যায়, গোলাম রাব্বি মোল্লা তার স্ত্রী নাসরিন আক্তারকে ঢাকায় ভাড়া বাসায় রেখে কাতারে যান। প্রবাসে থাকা অবস্থায় তিনি জানতে পারেন, তার স্ত্রী মসজিদের ইমাম জাহিদুল ইসলামের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। খবর পেয়ে গত ১৮ মার্চ ছুটি নিয়ে তিনি দেশে ফিরে আসেন।

গোলাম রাব্বি মোল্লা জানান, তিনি দেশে আসার দুই মাস আগে তার স্ত্রী ঢাকা থেকে বরিশাল নগরীর বেলতলা বাজার এলাকায় তার বাবা-মায়ের সঙ্গে বাসা ভাড়া করে চলে আসেন। কিন্তু কিছুদিন পরেই নাসরিন আবার পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং বরিশাল বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে যান। এই ঘটনায় গোলাম রাব্বি বরিশাল কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। পরবর্তীতে কাউনিয়া থানা-পুলিশের সহযোগীতায় নাসরিনকে ঢাকার তার বোনের বাসায় খুঁজে পাওয়া যায়।

তবে নাসরিন আবারও ইমাম জাহিদুল ইসলামের হাত ধরে উধাও হওয়ায় নলছিটির দপদপিয়াসহ আশেপাশের এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামী গোলাম রাব্বি মোল্লা নলছিটি থানায় আরও একটি সাধারণ ডায়েরী করেছেন।

No comments

Powered by Blogger.